আপত্তিকর আচরণের দায়ে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা) গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল। এরই মধ্যে শেষ হয়েছে এই গোলরক্ষকের সাজার সময়। সাজা কাটিয়ে ফের আর্জেন্টিনা দলে ফিরলেন তিনি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের দলে গোলকিপার হিসেবে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। এই স্কোয়াড নিয়ে ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে তারা। পাঁচদিন পর ২০ নভেম্বর নিজেদের মাঠে পেরুকে মোকাবিলা করবে দলটি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে মাঠে অশোভন আচরণ করেছিলেন মার্তিনেজ। অপরাধের প্রমাণ পেয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি।
আগামী ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তিনবারের শিরোপাজয়ীরা ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ষষ্ঠ ও ৬ পয়েন্ট নিয়ে পেরু নবম স্থানে আছে।
এক নজরে দেখে নিন আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
আরও পড়ুন: টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন
মিডফিল্ডার: এঞ্জো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, এঞ্জো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোত্তে, নিকো পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।