আফগানিস্তান, জিম্বাবুয়ে, ভারত, ওয়েস্ট ইন্ডিজের পর এবার নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্যে দিয়ে এক যুগ পর কিউইদের বিপক্ষে সিরিজ জিতল লঙ্কানরা।
শনিবার (১৬ নভেম্বর) পাল্লেকেলেতে দিবারাত্রির খেলাটি বৃষ্টির বাধায় ৪৭ ওভারে নেমে আসে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা। জবাবে বৃষ্টি আইনে লঙ্কানরা এক ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায়। ২০১২ সালের পর এই প্রথম কিউইদের ওয়ানডে সিরিজ হারালো লঙ্কানরা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর)
রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাল্লেকেলে স্টেডিয়ামে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে ৯ ওভার পর শুরু হয় বৃষ্টি। এর আগেই দুনিথ ভেল্লালাগের বলে ৪ রান করে বোল্ড হন কিউই ওপেনার টিম রবিনসন। ৮ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন তিনে নামা হেনরি নিকোলস। ৩১ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।
পঞ্চম উইকেটে মার্ক চ্যাপম্যান ও মিচেল হে ৭৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। চ্যাপম্যান ৮১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলে জুটি ভাঙে।
এখান থেকেই শুরু হয় ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং ধস। মাত্র ৩৬ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। হে ৬২ বলে ৪৯ ও ওপেনার উইল ইয়াংয়ের ৪০ বলে ২৬ রান করেন। শ্রীলংকার পক্ষে মহেশ থিকশানা ৩১ ও জেফরি ভ্যান্ডারসে ৪৬ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি করে উইকেট।
আরও পড়ুন: পিসিবির কেন্দ্রীয় চুক্তি হারালেন নিদা-আলিয়া
জয়ের লক্ষ্য নিয়ে নেমে নিয়মিতেই উইকেট হারাচ্ছিল স্বাগতিকরা। তবে সব চাপ সামলিয়ে দলকে টানছিলেন তিনে নামা উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। জয়ের জন্য যখন দরকার ৪৭ রান, তখন ৭ ব্যাটার ফিরেছেন ড্রেসিংরুমে। সেই সময় থিকশানাকে নিয়ে দারুণ কার্যকরী জুটি গড়ে দলকে জয় এনে দেন কুশল।