অস্ট্রেলিয়া সফর শেষে জিম্বাবুয়ের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলেছে পাকিস্তান। এবার জিম্বাবুয়ের বুলাউয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে লাল ও সাদা উভয় বলেই খেলবে সফরকারীরা। এই সিরিজের টেস্ট দলে ফিরেছেন বাবর আজম ও নাসিম শাহ।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণ তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। দলে ফিরেছেন বাবর-নাসিম ও শাহিন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৫ ডিসেম্বর)
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ১০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। এর মধ্যে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। এই দুটি সিরিজ শেষে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সাদা পোশাকের লড়াই। প্রথম টেস্টটি হবে সেঞ্চুরিয়নে। পরের ম্যাচটি ৭ জানুয়ারি কেপটাউনে হবে।
এক নজরে দেখে নিন পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
এক নজরে দেখে নিন পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবব আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
আরও পড়ুন: এমবাপ্পের পেনাল্টি মিসের পর হেরে গেল রিয়াল
এক নজরে দেখে নিন পাকিস্তানের টি-টোয়েন্টি দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।