পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি। এই লিগে সাকিব-মোস্তাফিজসহ ৩০ ক্রিকেটার নাম লিখিয়েছেন। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এক নজরে দেখে নিন পিএসলের ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:
সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
আরও পড়ুন: রিয়েল স্টেটের ব্যবসায় মেসি
প্রসঙ্গত, ৮ এপ্রিল বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এদিন মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ১৯ মে হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।