দীর্ঘ ১৬ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১২৩ ভোট পেয়ে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। দায়িত্ব পেয়েই তিনি শুনিয়েছেন ফুটবল নিয়ে তার আগামীর স্বপ্নের কথা। কার্যনির্বাহী কমিটির ২১ সদস্যকে নিয়ে বাংলাদেশের ফুটবলে আধুনিকতার ছোঁয়া দিতে চান নতুন এই সভাপতি।
দায়িত্ব পাওয়ার শুরুতেই বাফুফের গঠনতন্ত্র সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে তাবিথ বলেন, ‘আমরা সবাই একমত, ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার করার কাজ হাতে নেব। একই সঙ্গে ফুটবল যেন মাঠে চলমান থাকে, মানটা আরও উঁচু লেভেলে যায়, সেই জায়গায় আমরা কাজ করতে চাই। আমরা অনেক কর্মপরিকল্পনা হাতে নেব। এরই মধ্যে আপনারা জানেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ‘৩৬০ প্রোগ্রাম’ আপনাদের সামনে এনেছেন। তাদের ডকুমেন্ট সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব এবং অবশ্যই আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়াটা হলো মূল লক্ষ্যমাত্রা।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৪)
সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়ে তাবিথ বলেন, ‘তার (আসিফ) দিকনির্দেশনায় এবং তার সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন দেখেছি। আমরা আগামী দিনের ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
সবাইকে সাথে নিয়ে কাজ করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কমিটি কীভাবে চলবে, কোন প্রক্রিয়ায় চলবে, সেগুলো আমরা আমাদের প্রথম নির্বাহী কমিটির মিটিংয়ের মাধ্যমে আপনাদের কর্ম দিয়ে পেশ করে দেব। মুখের কথা নয়, অ্যাকশনে বিশ্বাস করি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কাজের ফলাফল আপনারা দেখতে পাবেন।’