বছরের শেষ সময়ে চলছে সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া। ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে যাওয়া নানা ঘটনা পর্যালোচনা করে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
বর্ষসেরা পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটারের চার মনোনীত ক্রিকেটাররা হলেন- ভারতের পেসার অর্শদীপ সিং, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)
এ পর্যন্ত পর পর তিন বছর তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন তিনি। রাজার সাথে তাল মিলিয়ে বাবরও খেলেছেন ২৪ ম্যাচ। পাকিস্তানের এ তারকা ছয় ফিফটিতে ৩৩.৫৪ গড়ে ৭৩৮ রান করেছেন।
অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্র্যাভিস হেড প্রথমবারের মতো জায়গা পেলেন এই তালিকায়। ১৫ ম্যাচে খেলে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেছেন তিনি।
আরও পড়ুন: বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির
অন্যদিকে আইসিসির বর্ষসেরার তালিকায় ওঠে এসেছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন। ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে বছর শেষ করেন তিনি।