7.5 C
New York
Monday, October 27, 2025

Buy now

বর্ষসেরার একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

প্রতি বছরই আলোচনার কেন্দ্রে থাকে বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক স্বীকৃতি ফিফপ্রোর বর্ষসেরা একাদশ। অবশেষে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফুটবল ক্যারিয়ারের প্রায় দুই দশক পেরিয়েও মেসি ও রোনালদো তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। মেসি তার অসাধারণ দক্ষতা ও দূরদর্শিতার জন্য এখনও রয়েছেন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে পিএসজি এবং ইন্টার মায়ামির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অন্যদিকে, রোনালদো আল-নাসরের হয়ে মধ্যপ্রাচ্যের লিগেও দারুণ খেলছেন, প্রমাণ করছেন যে বয়স কেবল একটি সংখ্যা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ ডিসেম্বর)

ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় দক্ষিণ আমেরিকা কিংবা আফ্রিকান কোন ক্লাব তো নয়ই ইতালিয়ান কোন ক্লাবের খেলোয়াড়ও জায়গা পাননি।

বর্তমানে সৌদি পেশাদার ক্লাব আল নাসরেতে খেলেন রোনাল্ডো। অন্যদিকে মেসি খেলেন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি দলে। ২৬ জনের তালিকায় এই দুজনই ইউরোপীয়ান ফুটবলের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন।

মেসি এবং রোনালদোর সঙ্গে তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এরলিং হলান্ড, কেভিন ডি ব্রুইন, মোহাম্মদ সালাহসহ আরও অনেক তারকা।

আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের ইউনিয়নের সদস্যরাই এখানে ভোট দিয়ে থাকেন।

২০২৪ ফিফপ্রো স্কোয়াডে প্রিমিয়ার লিগের ১১ জনের মধ্যে সাতজনই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার রুবেন দিয়াজ ও কাইল ওয়াকার, মিডফিল্ডার রড্রি, কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেনের সাথে ফরোয়ার্ড আর্লিং হালান্ড রয়েছেন সিটির তালিকায়।

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫ বছর পর টেস্ট জিতলো টাইগাররা

এক নজরে দেখে নিন ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা:

গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়াল নয়্যার
ডিফেন্ডার: ডানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, এন্টোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রড্রি, ফেডেরিকো ভালভের্দে।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles