শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন।
৯৮ ভোট পেয়ে বাফুফের এক নম্বর সদস্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। ফুটবলারদের মধ্যে সদস্য পদে আরো জিতেছেন গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন, বিজন বড়ুয়া ও জাকির হোসেন চৌধুরী ।
সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। ফিফা ও বাফুফের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা প্রার্থী হয়েছিলেন। তিনি জিততে পারেননি।
আরও পড়ুন: ভারতে ঐতিহাসিক সিরিজ জয় কিউইদের
বিগত সময়ে সদস্য পদে হারা কামরুল হাসান হিল্টন, সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন এবার সদস্য পদে জয়ী হয়েছেন। পুরোনোদের মধ্যে আবারও জিতেছেন টিপু সুলতান, মাহিউদ্দিন সেলিম, ইমতিয়াজ আহমেদ সবুজ। নতুন মুখ মন্জুরুল করিম। সদস্য পদ ১৫টি। সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গার এখলাস উদ্দিন সমান ৬১ ভোট পেয়ে টাই হয়েছেন। এই পদে পুনরায় ভোট হওয়ার কথা।
বাফুফে নির্বাচনে জয়ী যারা-
ইকবাল হোসেন (৯৮), আমিরুল ইসলাম বাবু (৯৬), গোলাম গাউস (৯২), মাহিউদ্দিন সেলিম (৮৮),টিপু সুলতান (৮৭), মঞ্জুরুল করিম (৮৬), জাকির হোসেন চৌধুরি (৮২), মাহফুজা আক্তার কিরণ (৮১), কামরুল হাসান হিল্টন (৮০), সত্যজিত দাশ রুপু (৭৬), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২), ছাইদ হাসান কানন (৬৭), সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন ( ৬৬), বিজন বড়ুয়া (৬২)।