বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বড় চমক দিয়ে যাত্রা শুরু করবে সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।
জানা গেছে, এরইমধ্যে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসকে। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র।
আরও পড়ুন: সুইমিং পুলে মিললো ফুটবলার জর্জ বলডকের মরদেহ
এবারই প্রথম নয়, এর আগেও বিপিএলের দুই মৌসুমে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ওপেনার।
জানা গেছে, আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে দলটির। এর মধ্যে জনসন চার্লসকেও তারা দলে নিয়েছে। বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে চার্লসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দ্রুতই এই ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।