মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১০ নভেম্বর) ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি। ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু মায়ামির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৩ মিনিটের মধ্যে স্ট্রাইকার জামাল থিয়ারের জোড়া গোলে এগিয়ে যায় আটলান্টা ইউনাইটেড। ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৬৫ মিনিটে গোল করেন মেসি। তবে সেই গোলের আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল মায়ামিকে স্তব্ধ করে দেয়।
শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি মেসি-সুয়ারেজরা। ফলে প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল ইন্টার মায়ামিকে।
এর আগে, এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মায়ামি।