ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তবে সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার।
বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে টাইগারদের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০২ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। ২৭ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার। ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে। এরপর পরীক্ষানিরীক্ষা শেষে জানা গেছে, ডান হাতের তর্জনিতে আঘাত পেয়ে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সৌম্য।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৯ ডিসেম্বর)
সৌম্যর ছিটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যর ডান হাতের তর্জনী আঙুল কেটে গেছে, যার জন্য পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানে হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’
প্রসঙ্গত, শুক্রবার (২০ ডিসেম্বর) একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। চলতি বছর এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। এরপর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। সেই টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে নামা হচ্ছে না সৌম্যর।