ছয় ওভারের টুর্নামেন্ট হংকং সিক্সেসে ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাকিস্তান। এবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শনিবার (২ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে, হংকং সিক্সেসের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৩৪ রানে জয় পেয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় নাহিদুল ইসলাম ও সোহাগ গাজীর খরুচে ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানে হেরেছে তারা। ফলে নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
১ নভেম্বর মংকংয়ে শুরুতে ব্যাট করে ৩ উইকেটে নির্ধারিত ৬ ওভারে ১০৭ রান করে শ্রীলঙ্কা। অন্যদিকে সব কটি ওভার শেষে ৮৯ রান করতে সক্ষম হয় টাইগাররা।