সিডনি টেস্টে লাঞ্চের পর চোট পেয়ে মাঠ ছেড়েছেন যশপ্রীত বুমরা। এদিন মাঠ ছাড়ারে আগে বিরাট কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। তবে তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।
বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে মার্ক ওয়াহ বলেছেন যে, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’
আরও পড়ুন: ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত, লাল কার্ড দেখলেন ভিনি
তবে ওয়াহর কথা সত্যি হয়নি। বুমরা সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরা বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ।
মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন।