চ্যাম্পিয়নস ট্রফির আসর বসতে এখনো বাকি প্রায় দুমাস। এমনকি এখনো এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।
রোববার (২২ ডিসেম্বর) এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত ইংলিশ দলে জায়গা পেয়েছেন জো রুট। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগায় দলে জায়গা হয়নি বেন স্টোকসের। একই স্কোয়াড চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর)
এক নজরে দেখে নিন ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল:
জস বাটলার (অধিনায়ক), জো রুট, জফরা আর্চার, গুস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।