আর মাত্র কয়দিন পরেই শুরু হবে বাংলাদেশের সব চেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে শেষ হয়েছে সবগুলো ফ্র্যাঞ্চাইজির দল গঠন।
এবার বিপিএলের ড্রাফট শেষ হওয়ার পর অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভকে দলে নিল খুলনা টাইগার্স। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
একসময় জাতীয় দলের নিয়মিত মুখ স্পিনিং অলরাউন্ডার শুভ দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন। শুভর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ শরিফউল্লাহকেও দলে টেনেছে খুলনা।
একনজরে দেখে নিন খুলনা টাইগার্সের স্কোয়াড:
মুশফিকুর রহিম, সৌম্য সরকার, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে, নাভিন উল হক, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, নাবিল সামাদ, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক।