নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়াডেতে দশ বল আগেই ২৪৮ রানে অলআউট ভারতীয় দল। দলের হয় সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ভারত। তবে রোহিত শর্মার উইকেট পতনের মধ্যে দিয়ে শুরুতেই চাপে পড়ে তারা। দ্বিতীয় উইকেট জুটিতে অন্য ওপেনার ধাওয়ানকে সঙ্গ দিতে আসেন কোহলি।
এই জুটিতে ৩৮ রান তোলার পর ধাওয়ানকে এল বি ডব্লিইয়ের ফাঁদে ফেলেন ম্যাক্সওয়েল। ধাওয়ান করেন ২১ রান। তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা রাইডু এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। ৩২ বল থেকে ১৮ রান করে তিনি নাথান লায়নের বলে আউট হন। এ সময় ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৭৫ রান।
চতুর্থ উইকেটে কোহলিকে যোগ্য সঙ্গ দেন বিজয় শঙ্কর। এই জুটিতে দেড়শো পেরোয় ভারত। তবে ভাগ্য বিডম্বনার শিকার হয়ে ৪১ বল থেকে ৪৬ রান করা শঙ্কর রান আউট হনে প্যাভিলনে ফেরেনে।
শঙ্কর ফিরে যাওয়ার পর কোহলি এক প্রান্ত আগলে রাখলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। দলীয় ১৭১ রানে জাদব (১১)ও ধোনির (০) জোড়া উইকেট হারায় ভারত।
তবে সপ্তম উইকেটে জাদেজার ৪০ বলে ২১ রান। আর কোহলির ১২০ বল থেকে ১১৬ রানের সুবাদে কাঁটায় কাঁটায় ২৫০ রান তুলতে পারে ভারত।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৯ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। নাগপুরের মাঠে এটি সেরা বোলিং ফিগার। এছাড়া জম্ফা ২টি উইকেট নেন। কুলটার নাইল, ম্যাক্সওয়েল ও নাথান লায়ন নেন ১টি করে উইকেট।