বৃষ্টির কারণে সিডনি টেস্টের চতুর্থ দিন মর্নিং সেশনে খেলা হল না একটি বলও। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বাঁধ সাধল বৃষ্টি। শনিবার ম্যাচের তৃতীয় দিনের শেষ সেশনে আলো সল্পতায় ১৬ ওভার আগেই দিনের খেলা শেষ হয়েছিল। অসিদের স্কোর ছিল ২৩৬-৬। ভারতের প্রথম ইনিংস থেকে এখনো তারা ৩৮৬ রানে পিছিয়ে। হাতে চার উইকেট। এই অবস্থায়ই লাঞ্চে গিয়েছিলো অস্ট্রেলিয়া।
লাঞ্চ থেকে ফিরে দিনের দ্বিতীয় সেশনেও সেই একই বিপত্তি। বৃষ্টিতে এই সেশনের খেলাও যখন পন্ড হওয়ার শঙ্কা সবার মনে সে সময় আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়। এর পর থেকেই মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়।
এদিন দিনের শুরুতেই নতুন বল নিয়ে আক্রমণ শুরু করে ভারত। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান প্যাট কামিন্স ২৫ ও হ্যান্ডকম্বস ২৮ রান নিয়ে ক্রিজে নামেন। ফলো-অন এড়াতে এসময় অজিদের আরো প্রয়োজন ১৮৭ রান৷ এই দুই ব্যাটসম্যানের উপর যা পুরোটা নির্ভর করছিলো।
তবে এদিনের শুরুতে স্কোর কার্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলনের পথ ধরেন কামিন্স। তাকে বিদায় করে মোহাম্মদ শামি। অষ্টম উইকেটে আসা স্টার্ক ও হ্যান্ডকম্বস দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তুু, দলীয় রান যখন ২৫৭ তখন আঘাত হানেন বুমরা। তিনি ৩৭ রান করা হ্যান্ডকম্বসকে ফিরিয়ে দেন।
নমব উইকেটে আসা নাথান লায়ন রানের খাতাই খুলতে পারেননি। তাকে বিদায় করে কুলদ্বীপ। তবে শেষ উইকেটে প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রেলিয়া। স্টার্ক ও হ্যাজেলউড ভারতের বোলারদের হতাশ করে রান তুলতে থাকেন। এই জুটিতে তারা ৪২ রান তোলেন। দলীয় রান ৩০০ এর কোটায় পৌঁছালে হ্যাজেলউডকে নিজের পঞ্চম শিকারে পরিণত করেন কুলদ্বীপ। ৪৫ বল খেলে ২১ রান সংগ্রহ করেন হ্যাজেলউড। স্টার্ক ২৯ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংস থেকে ৩২২ রানের লিড পেয়ে অসিদের ফলোঅন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এর আগে শনিবার ভারতের বিশাল ৬২২ রানের বোঝা মাথায় নিয়ে ২৩৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। এদিন তাদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৯ রানের ইনিস খেলেছিলেন হারিস। এছাড়া খোয়াজা ২৭ ও লাবুসেনারা ৩৮ রান করে। অধিনায়ক পেইনের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
ভারতের হয়ে প্রথম ইনিংসে কুলদ্বীপের ৫ উইকেট ছাড়াও জাদেজা ও সামি ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন বুমরা।