চলতি মাসের ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যান্যবারের মত এবার হবেনা কোনো উদ্বোধনী অনুষ্ঠান। জংগি হামলায় নিহত ৪o জনেরও বেশি স্পেশাল পুলিশ নিহত হবার কারণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এই আসরে। আইপিএল চলবে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ৮টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে আইপিএলের প্রথম দুই সপ্তাহের তারিখ, কার সাথে কার খেলা ও হোম অ্যাওয়ে ভেন্যু সহ ম্যাচের সূচি দেখে নিনঃ
২৩ মার্চ চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ভেন্যু চেন্নাই
২৪ মার্চ কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ- ভেন্যু কলকাতা
২৪ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস- ভেন্যু মুম্বাই
২৫ মার্চ রাজস্থান রয়্যালস-কিংস ইলেভেন পাঞ্জাব- ভেন্যু জয়পুর
২৬ মার্চ দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস- ভেন্যু দিল্লি
২৭ মার্চ কলকাতা নাইট রাইডার্স-কিংস ইলেভেন পাঞ্জাব- ভেন্যু কলকাতা
২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-মুম্বাই ইন্ডিয়ান্স- ভেন্যু বেঙ্গালুরু
২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস- ভেন্যু হায়দরাবাদ
৩০ মার্চ কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স- ভেন্যু মোহালি
৩০ মার্চ দিল্লি ক্যাপিটালস-কলকাতা নাইট রাইডার্স- ভেন্যু দিল্লি
৩১ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ভেন্যু হায়দরাবাদ
৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস- ভেন্যু চেন্নাই
১ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাব-দিল্লি ক্যাপিটালস- ভেন্যু মোহালি
২ এপ্রিল রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ভেন্যু জয়পুর
৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস- ভেন্যু মুম্বাই
৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ- ভেন্যু দিল্লি
৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স- ভেন্যু বেঙ্গালুরু