ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না।
আইপিএলের ১২ তম আসরে এসে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে আসরের প্রথম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন রায়না। ১১ তম আসর পর্যন্ত খেলে ৪৯৮৫ রানে থেমে ছিলেন তিনি। ৫০০০ রান স্পর্শ করতে মাত্র ১৫ রান দরকার ছিল তার।
ব্যাঙ্গালুরুর ৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ বল খেলে দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে এমএম আলীর বলে উইকেটকিপার শিভাম দুবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগেই আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেন সুরেশ রায়না।
মহেন্দ্র সিং ধোনির কাছের লোক বলে খ্যাত সুরেশ রায়না আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে আসছিলেন। মাঝে ফিক্সিং কেলেঙ্কারিতে চেন্নাই দুই বছর আইপিএলে না থাকায় গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি।