আজ মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
আইসিসির ঘোষিত একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি ছাড়াও আর তিন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, কুলদ্বীপ যাদব ও জসপ্রিত বুমরাহ আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। এছাড়া ইংল্যান্ডের ৪ জন, আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকেও একাদশে জায়গা পেয়েছেন একজন করে।
আইসিসির ওয়েবসাইটে মোস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী)
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মোস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।