14.4 C
New York
Thursday, September 28, 2023

Buy now

আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়: জাভেদ মিঁয়াদাদ

পুলওয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেটব্যক্তিত্বরা পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের চর্চা চলছে ভারতে। এমন পরিস্থিতে বিসিসিআই ও গাঙ্গুুিলকে একহাত দিলেন পাকিস্তানের কিংবন্দন্তী ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ।

সংবাদ সংস্থাকে জাভেদ মিয়াঁদাদ বলেছেন, “আইসিসি কোনও মতেই এমন বোকা বোকা ও শিশুসুলভ প্রস্তাব সমর্থন করবে না। আইসিসি তো আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। আইসিসির সংবিধানেই আয়োজিত ইভেন্টে অংশগ্রহণের অধিকার রয়েছে সদস্যদের।”

এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও বিঁধেছেন তিনি। বলেন, ‘আমার মনে হয়, সৌরভ আগামিদিনে ভোটে দাঁড়াবেন অথবা মুখ্যমন্ত্রী হতে চান। আর তাই ‌জনপ্রিয়তা লাভ করতেই এ ধরনের বক্তব্য রেখেছে।’‌

পুলওয়ামায় হামলাকে কেন্দ্র করে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতকেন্দ্রিক প্রতিষ্ঠান। এর জবাবে তিনি বলেন, ‘‌ভারতের এই কাপুরুষোচিত আচরণ নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা নিজেদের উন্নতি নিয়ে ভাবছি। পাকিস্তান সব সময় ভারতকে বলেছে, শান্তি বজায় রাখার কথা। কিন্তু ভারতই সবক্ষেত্রে নেতিবাচক জবাব দিয়েছে।’‌ ‌

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles