বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী কিংস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান তুলতে পেরেছে। আসরে টানা পঞ্চম জয় পেতে ঢাকার প্রয়োজন ১৩৭ রান।
আজ একাদশে তিনটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে রাজশাহী। ব্যাটিংয়ে আজ মিরাজের সঙ্গে ওপেনিংয়ে আসেন শাহরিয়ার নাফিজ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১ রানের মাথায় মিরাজের উইকেট হারায় তারা। পেলার্ডের বলে আউট হওয়ার আগে ১১ বল থেকে ১ রান করেন মিরাজ।
দ্বিতীয় উইকেটে নাফিজকে সঙ্গ দিতে আসেন মার্শাল আইয়ুব। শুরুর ধাক্কা সামলে প্রথম ছয় ওভারে আর কোনো উইকেট না হারিয়ে তারা ৩৫ রান তোলেন।
দ্বিতীয় উইকেটে তারা ৭৫ রানের জুটি গড়েন। যেখানে ব্যাট হাতে বেশ কয়েকটি ছক্কা ও বাউন্ডারি হাঁকান আইয়ুব। দলীয় ৭৭ রানের সময় ২৭ বল থেকে ২৫ রান করে নারিনের শিকারে পরিণত হন নাফিজ।
নাফিজের বিদায়ের ১ রানের ব্যবধানে অন্য সেট ব্যাটসম্যান আইয়ুবকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন নারিন। ৩১ বল থেকে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন আইয়ুব। তার ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল।
ক্রিজের দুই সেট ব্যাটসম্যান হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব আসে জাকির ও ডাসকাটের উপর। চতুর্থ উইকেটে তারা ৩৮ রান যুক্ত করেন। তবে রানের চাকা ছিল ধীর।
রানের চাকা সলচ করতে গিয়ে ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে জাকির ও ১৭তম ওভারের দ্বিতীয় বলে ফেরেন ডাসকাট। ১৬ বল থেকে ১৬ রান করে নারিনের তৃতীয় শিকার হন জাকির। ১৮ বল থেকে ২০ রান নিয়ে ফেরেন ডাসকাট।
আবারো পরপর দুই সেট ব্যাটসম্যান হারালে বড় রানতে তুলতে ব্যর্থ হয় রাজশাহী। শেষ দিকে জনকার ৯ বল থেকে ৯ এবং উদান ৪ বল থেকে ৩ রান নিয়ে অপরাজিত থাকলে লড়াই করার মতো পুজি পায় রাজশাহী।
ঢাকার হয়ে ১৯ রানে ৩ উইকেট নেন নারাইন। আলিস ইসলাম, সাকিব ও রাসেল নেন ১টি করে উইকেট।