যদিও সিটির গত দুই ম্যাচ, চেলসির বিপক্ষে ১-০ ব্যবধানের জয় ও আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের ব্যাবধানে জয়ের ম্যাচে গোল পাননি সার্জিও আগুয়েরো। কিন্তু, ২০১৮ সালে ধারাবাহিক ভাবে দলের হয়ে অসাধারণ খেলায় তার প্রশংসায় পঞ্চমুখ পেপ গার্দিওলা।
এখন পর্যন্ত ২০১৮ সালে সিটির হয়ে ১৫ গোল করেছেন আগুয়েরো তবে সিটির জার্সিতে ২০০তম গোল পেতে তাকে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
গত সপ্তাহে লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে আগুয়েরোর তার সর্বশেষ গোলটি করেছিলেন।
যদিও গত দুই ম্যাচে গোল পাননি আগুয়েরো তবুও তার পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা। চেলসির বিপক্ষে ম্যাচ শেষে সিটির কোচ গার্দিওলা বলেন, “আমার মনে হয়, এখানে সার্জিওর সঙ্গে একত্র হওয়ার পর থেকে গত মাস, গত দুই মাসে আমি সেরা সার্জিওকে দেখেছি।”
“আমি খুবই সন্তুষ্ট। ঠিক আছে, সে গোল করেনি। এটা কোনো সমস্যা না। ভবিষ্যতে সে গোল করবে। তবে এ বছরে সে খুবই ভালো করেছে।”