ঢাকা প্রিমিয়ার লিগে ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। যার কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। তবে জোর গুঞ্জন রয়েছে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট দলে ফিরতে পারেন সাকিব।
সপ্তাহ খানেক আগেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যম গুলোকে জানিয়েছিল তৃতীয় টেস্টে সাকিবের ফেরার সম্ভাবনার কথা। এরপর থেকেই এই নিয়ে শুরু হয় চর্চা। এমনকি আকরাম খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিল ২/৩ মার্চ সাকিবের হাতের এক্স রে করানো হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সাকিবের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সাকিবের ইনজুরি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, ‘সাকিব আগে দেশে ফিরুক। তারপর তার আঙুলে এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা আমাদের জানাবেন সাকিবের বিষয়ে পরবর্তী করণীয় কী?’
সাকিবের বর্তমান অবস্থার ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক সাকিবকে উল্লেখ করে তিনি জানান, ‘সাকিবের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে এখন আঙ্গুলের ব্যথা কম আছে। বেশ ভালো অনুভব করছে।’