কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে স্মিথের বিপিএল সফর সুখের হলো না। দলের হযে মাত্র দুইটি ম্যাচ খেলেই ইনজুরি নিয়ে ১০ জানুয়ারি বৃহস্পতিবার দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।
আগামী ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল স্মিথের জন্য ফর্মে ফেরার মঞ্চ। প্রথম দুই ম্যাচে রান না পেলেও তাকে নিয়ে আশাবাদি ছিলেন কোচ। সেই লক্ষে আগামীকাল শুক্রবার তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে খেলার কথা ছিল স্টিভ স্মিথের। কিন্তু এই ম্যাচে মাঠে নামার আগেই কুনুইয়ের চোটে পড়ে বিপিএল আসর থেকেই ছিটকে গেলেন তিনি।
কুমিল্লার টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ রাত ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে দেশের উদ্দেশ্য রওয়ানা করবেন স্মিথ। এমআরআই রিপোর্ট যদি ভালো হয় তবে আবারও যোগ দেবেন বলে জানানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে।
স্মিথ ইনজুরিতে পড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেতৃত্বের সংকটে পড়ল। তাই স্মিথের অনুপস্থিতিতে হয়তো আবারো অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে তামিম ইকবালের কাঁধে।