হ্যামিলটনে আজ টেস্টের চতুর্থ দিনে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। ইনিংস ব্যবধানে হারলেও টাইগারদের এই লড়াই দেখে সমর্থকদের চোখ জুড়িয়েছে। তবে বাংলাদেশে ঘুড়ে দাঁড়াবে এটি বিষয়ে সচেতন ছিল নিউজিল্যান্ড শিবির এমনটাই জানিয়েছে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
টেস্টের তৃতীয় দিনের শেষ সেশন তামিম ও সাদমানের ভালো সূচনার পরও চার উইকেট হারিয়ে বড় ব্যবধানে ইনিংস হারের শঙ্কা মাথা চাড়া দিয়ে বসেছিল। তাই নিউজিল্যান্ডের ধারণা ছিল চতুর্থ দিনে অল্প সময়ের মধ্যেই সফরকারীদের অল আউট করে ম্যাচ জিতে নেবে।
তবে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও সৌম্যর ২৩৫ রানের জুটিতে ভালো ভাবেই ঘুঁড়ে দাঁড়ায়। বাংলাদেশের হয়ে যেখানে সৌম্য ১৪৯ রানের ইনিংস খেলেন। আর নবম উইকেট হিসেবে মাহমুদুল্লাহ যখন বিদায় নেয় তখর তার নামের পাশে ছিল ১৪৬ রানে। দুই ব্যাটসম্যানের এমন লড়াই বড় রানে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫২ রানে।
তবে নিউজিল্যান্ড ম্যাচ জিতলেও এই জয়টা যে সহজ ছিল না তার স্বীকার করে নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘আমি মনে করি আজ (চতুর্থ দিন) বোলারদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ ছিল। গত দিন বিকেলে বেশ কিছু উইকেট তুলে ফেলায় আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আজ বাংলাদেশ দল দারুণ খেলেছে, সতেজ ব্যাটিংয়ে আমাদের বোলারদের পরীক্ষায় ফেলেছে। তবে কৃতিত্ব আমাদের বোলারদেরই। তারা নিজেদের পরিকল্পনায় কোনো ত্রুটি রাখেনি, ভুলও করেছে খুব কম।’
এদিন ৮ মার্চ ওয়েলিংটনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট শুরুর আগেই জানালেন দ্বিতীয় টেস্ট আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি বলেন, ‘আমি মনে করি আজ (চতুর্থ দিন) যে লড়াইটা হলো সেটা টেস্ট ক্রিকেটের চিরাচরিত চরিত্র। হ্যাঁ অনেক এগিয়ে থেকে ম্যাচ জেতাটা সবসময়ই দারুণ।তবে আজকের চ্যালেঞ্জটা সত্যিই কঠিন ছিলো। আমরা এমনটাই ধরে রেখেছিলাম এবং ওয়েলিংটনের ম্যাচটি আরও কঠিন হতে যাচ্ছে।’