দীর্ঘ নয় মাসের বিরতি কাটিয়ে আজ আর্জেন্টিনার জার্সি গায়ে প্রীতি ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি। অ্যাথলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা ম্যাটোপলিতানোতে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে আজ মেসি খেলবেন শুরুর একাদশেই।
আজ মেসির শুরুর একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুধু তাই নয় দলকে নেতৃত্ব দেওয়ার ভারটাও থাকবে মেসির কাঁধেই।
এর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর আর্জেন্টিনা দল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মেসি। পরবর্তী সময়ে আর্জেন্টিনা ৬টি প্রীতি ম্যাচ খেললেও একটিতেও ছিলেন না আর্জেন্টিনার প্রাণ ভ্রমরা। সে সময় মেসির অবসরের গুঞ্জনও ওঠে। তবে সেই সব গুঞ্জনকে পেছনে ফেলে আজ আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসিকে।
আজ শুক্রবার আর্জেন্টিনা-ভেনেজুয়েলার এই ম্যাচটি হবে স্পেনের স্থানীয় সময় সন্ধ্যায়। তবে ম্যাচটি কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে কিনা, তা এখনো নিশ্চিত করা হয়নি।