ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম টি-২০ আসরের ফাইনালে ৩ মার্চ সোমবার মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
আগামী ৮ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের আসল লড়াই, ওয়ানডে সংস্করণের ঢাকা লিগ। তার আগে ২৫ ফেব্রুয়ারি থেকে দলগুলোকে নিয়ে চারটি গ্রুপে ভাগ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ আয়োজন করা হয়। ১২ দলের লড়াইয়ে ফাইনালে উঠবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব দুটি দলই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তবে কেউই শিরোপার স্বাদ পায়নি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ দেখা যাবে এই দুই দলের লড়াই। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া খেলাটি স্টেডিয়ামে বসে দেখার জন্য দর্শকদের কোনো টিকেট লাগবে না। আজ যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৩ লাখ।
শেখ জামালে যারা আছেন: নুরুল হাসান সোহান (অধিনায়ক) জিয়াউর রহমান, তানবীর হায়দার, নাসির হোসেন, ইলিয়াস সানি, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি।
প্রাইম দোলেশ্বরে যারা আছেন: ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র।