যদিও আগে থেকেই ধারণা পাওয়া গেয়েছিল তবে গতকাল শনিবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আর টাইগারদের নতুন ম্যানেজার ব্যাক্তিটি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট।
গত ২৮ জানুয়ারিই ধারনা পাওয়া গিয়েছিলো যে পাইলট হতে যাচ্ছেন নিউজিল্যান্ড সফরের টিম ম্যানেজার। ক্রিকেট খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গ না ছাড়া রাজশাহীর ছেলে খালেদ মাসুদ এবারই প্রথম বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।
বিপিএলের ব্যাস্ততা শেষেই টাইগাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে। সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে।
একনজরে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি-
ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি
প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ
২৩ জানুয়ারী নির্বাচকরা যে দল ঘোষণা করেছিলেন সে অনুযায়ী বাংলাদেশের স্কোয়াড-
ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাঈম হাসান।
টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
তবে তাসকিন আহমেদ বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ইনজুরির শিকার হয়ে পড়ায় নিউজিল্যান্ড সফরে নাও থাকতে পারেন। তিনি না থাকলে তার বদলে দলে কে আসবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। অন্যদিকে ইমরুল কায়েস আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত ভালো ফর্মে থাকার পরও স্কোয়াডে না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহ সংবাদ মাধ্যমগুলোতে গুলোতে কথা বার্তা শুরু হলে তাকে ১৬ তম সদস্য হিসেবে নিউজিল্যান্ড সফরে রাখা হয়েছে। কিন্তু ওয়ানডে বা টেস্ট দলে তার অবস্থান সম্মন্ধে এখনো কিছু জানা যায়নি।