ওপেনিং জুটিতে দুরন্ত সূচনা করা সিলেট আজ আফিফ, সাব্বির ঝড়ে খুলনার সামনে বিশাল রানের টার্গেট রেখেছে। ওপেনিং জুটিতে ৭.৫ ওভারেই ৭১ রান করে লিটন-আফিফ জুটি।
তাইজুল ইসলামের বলে স্লগ সু্ইপ করতে গিয়ে মিডউইকেটে উইসের হাতে ধরা পড়ার আগে ২ ছক্কা ও ৩ চারে ২২ বলে ৩৪ রান করেন লিটন। আবার আফিফ ফিরেছেন তাইজুলের বলেই ১২ তম ওভারে। আউট হওয়ার আগে ২ ছয় ও ৫ চারের দৃষ্টি নন্দন খেলা উপহার দিয়ে ৩৭ বলে ৪৯ রান করেন আফিফ। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন আফিফা। রয় ৬ বল খেলে ১ রান করে আউট হন আর পুরান ১২ রানে আউট হওয়ায় ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১০৭ রান তুলে কিছুটা চাপে ছিল সিলেট।
তবে চতুর্থ ব্যাটসম্যান সাব্বিরের ২৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কার ঝড়ো ৪৪ সিলেটকে অনেকটাই স্বস্তি দেয়। পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ ও সাব্বিরের জুটি দারুন ভাবে ম্যাচে ফিরিয়ে আনে সিলেটকে।
শেষ ৬.৩ ওভার অর্থাৎ ৩৯ বলে এই জুটি ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে। নওয়াজের ২১ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসটিতে ২ ছক্কা ও ৩ চারে মার ছিল। অল্পের জন্য ২০০ করতে না পারলেও ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ করে সিলেট।