অবশেষে আবারো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফরাসি তারকা জিনেদিন জিদানকে।
বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।আয়াক্সের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে হেরে বিদায় নিতে হয় রিয়াল মাদ্রিদকে। তারপর থেকেই রিয়ালের পুরোনো কোচ জিদানের না থাকা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।
আর তাই সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে আবারো রিয়ালের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। আর এই খবর প্রকাশ করেছে স্প্যানিশ মিডিয়া। দেশটির টেলিভিশন প্রোগাম জুগোনিস বলছে, স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই বর্তমান কোচ সান্টিয়াগো সোলারিকে বরখাস্ত করে জিদানের নাম ঘোষণা করবে রিয়াল। এর বেশি কিছু জানায়নি ওই টেলিভিশন।
এর আগে রোনালদোর রিয়াল ত্যাগ এবং জুভেন্টাস গমন, এই খবরটি সবার আগে আগে ওই চ্যানেলটি দিয়েছিলো। এখন দেখা যাক ঘটনা কতটুকু সঠিক হয়।