বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সাম্প্রতিক সময়ে ডিপিএলে আবাহনী লিমিটেডের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অধিনায়কের দায়িত্বরত অবস্থায় চলতি ডিপিএলে একটি ম্যাচ খেলে জয়লাভও করেন তিনি। এই প্রথম অধিনায়ক থাকা অবস্থায় মিডিয়ার সামনে এসে তার মনের কথা ব্যাক্ত করলেন।
কিছুদিন আগেই জাতীয় দলে সুযোগ পান উঠতি এই খেলোয়াড়। আর তাই এই নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘সন্তুষ্টির জায়গাটা তখনই আসবে যখন আমি আমার জায়গায় (জাতীয় দল) ফিরতে পারবো। আমি যেমন আশা করি তেমন পারফরম্যান্স হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘এই লিগটা হচ্ছে আমাদের ওয়ানডের জন্য বড় মাধ্যম। আমি মনে করি প্রমাণ করার জন্য সবচে বড় জায়গা হচ্ছে এটা। এখানে আসলে কেউ বলে কয়ে স্কোর করতে পারবে না। ঘোষণা দিয়ে কেউ পারফর্ম করতে পারবে না যে আমি ভালো খেলবো বা খারাপ। আমার লক্ষ্য অবশ্যই ভালো খেলার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করছি ভালো খেলার।’