৮ মার্চ থেকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই টেস্টেও বাংলাদেশ পাচ্ছে না দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ফেব্রুয়ারিতে বিপিএলের ফাইনালে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। প্রাথমিকভাবে তাকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ঘুরে সাকিব ঢাকায় ফিরেছেন শনিবার। রোববার মিরপুরে এক্স-রে করিয়েছেন। রিপোর্টে ভালো কিছু না পাওয়ায় সাকিবকে আরো এক সপ্তাহ বিশ্রাম দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এ বিষয়ে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, সে দ্বিতীয় টেস্টেই খেলতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার দ্বিতীয় টেস্টে ফেরা সম্ভব নয়। গতকাল (রবিবার) ওর এক্সরে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছে। তাই আরও এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ওই সময়ের পর ফিজিওরা ছাড়পত্র দিলে এবং অবস্থা ভালো থাকলে সে তৃতীয় টেস্ট খেলবে।’
গত নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দুজনেই খেলেছিলেন দেড়শতাধিক রানের ইনিংস। সেই ওয়েলিংটনে এবার সাকিবকে না পেলেও দলে ফিরতে পারেন মুশফিকুর রহিম।