ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি:প্রথম আলো
ইংল্যান্ডে চলতি পাঁচ টেস্টের সিরিজ আগেই ৩-১ ব্যবধানে হার নিশ্চিত করেছে ভারত। এই সিরিজ হারের কারণ জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পর ইংল্যান্ডের মাটিতেও সিরিজ হার। ফুঁসছে ভারতের ক্রিকেটপ্রেমীরা। সঙ্গে সাবেক ক্রিকেটারেরাও। স্বয়ং সুনীল গাভাস্কার কোহলিদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলেছেন—
ইংল্যান্ড সফরে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি কেন? ভারতীয় অধিনায়ক এ প্রশ্নের জবাব যেমন দিয়েছেন তেমনি জানিয়েছেন সিরিজ হারের কারণও।
ওভালে এখন সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের খেলা চলছে। ৩-১ ব্যবধানে সিরিজ আগেই হেরেছে ভারত। চলতি টেস্টের দ্বিতীয় দিন শেষেও তাঁরা তেমন একটা ভালো অবস্থানে নেই। সিরিজ হারের পর ভিডিও ও বিনোদন অ্যাপ ‘সনি লিভে’য়ে মাইকেল হোল্ডিংকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। গাভাস্কারের প্রশ্নের জবাবও দিয়েছেন সেখানেই, ‘সবাই আমাদের খেলা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচগুলো কোথায় এবং কোন দলের বিপক্ষে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ টেস্ট সিরিজের আগে ভালো প্রস্তুতি নিতে না পারা মানে সময়টা ব্যবহার করা হলো না যদি প্রতিপক্ষ তেমন মানসম্মত না হয়।’
ক্যারিবীয় কিংবদন্তি কোহলিকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, ইংল্যান্ডে ঠিক কোথায় কোথায় ভুল করেছে ভারতীয় দল? কোহলির জবাব, ‘এখানে বসে দুটো ব্যাপার মাথায় আসছে—বার্মিংহামে দ্বিতীয় ইনিংস এবং সাউদাম্পটনে প্রথম ইনিংস। আপাতত আর কিছু মাথায় আসছে না।’
বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট খেলেছে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে (ম্যাচের চতুর্থ ইনিংস) জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল তাঁরা। ফিফটির মুখ দেখেছিলেন শুধু কোহলি। আর সাউদাম্পটনে (চতুর্থ টেস্ট) ছিল সিরিজে ফেরার লড়াই। আগে ব্যাটিংয়ে নেমে ২৪৬ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তুলেছিল ভারত। এই ইনিংসটা আরও বড় করতে পারত তাঁরা, যেটি না হওয়ায় পরে চাপ পরতে হয়েছে।
কোহলি জানিয়েছেন, এই দুটি ম্যাচের সেই পরিস্থিতি আরও একবার পেলে একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না, ‘বার্মিংহাম ও সাউদাম্পটনের ইনিংস দুটি নিয়ে আমি এখনো ভাবি। কারণ আমি এই পরিস্থিতিতে দ্বিতীয়বার পরলে দলকে হারতে দেব না।’ গোটা সিরিজে কোহলির নেতৃত্বগুণ নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটারেরা। এ প্রসঙ্গে কোহলি কিন্তু খেলেছেন সোজা ব্যাটে, ‘নিজের সেরা সময়েও আমি যে কোনো ভুল মেনে নিতে রাজি কারণ উন্নতি করতে হবে। যদি শুধু নিজেকে নিয়ে ভাবি তাহলে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তার প্রতি আমি সুবিচার করছি না।’