ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে হোম সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আকবর আলী অধিনায়ক আর সহ অধিনায়ক হিসেবে থাকছেন শামীম হোসেন। বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড দলটি।
রোববার ঢাকায় এসে সরসরি কক্সবাজার যাবে ইংল্যান্ড যুব দল। ২৫ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ২৭ জানুয়ারি একমাত্র টি টোয়েন্টি। ২৯, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারী হবে তিন ওয়ানডে।
৭ থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের ম্যাচটি হবে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচদুটি। ১৯ ফেব্রুয়ারী দেশে ফিরবে ইংল্যান্ড দল।
বাংলাদেশ দল:
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামীম হোসেন (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।