চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আয়াক্সের মাঠে ২-১ গোলে জিতে কোয়াটার ফাইনালে পথে রয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এর মধ্যেই দুঃসংবাদ পেল রিয়াল শিবিরি।
রিয়াল অধিনায়ক সার্জিও রামোস চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচের জন্য নিষদ্ধ হলেন। আয়াক্সের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে ইচ্ছাকৃত ভাবে হলুদ কার্ড দেখার দায়ে নিষিদ্ধ হয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে। ৮৯ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এ সময় আয়াক্সের ক্যাসপার ডলবার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রামোস।
রামোস যে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেন এটি তিনি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এক রকম নিজে মুখেই স্বীকার করেন। তিনি বলেন, ‘যদি বলি আমি ইচ্ছা করে ফাউল করিনি, তাহলে মিথ্যা বলা হবে।’
উয়েফার নিয়ম অনুযায়ী, কেউ যদি ইচ্ছা করে ফাউল করে হলুদ অথবা লাল কার্ড দেখেন, তাহলে তিনি দুই ম্যাচ কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হবেন।
তদন্তের পর গতকাল রামোসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। শেষ ষোলোর ফিরতি লেগের পাশাপাশি তাই সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও খেলতে পারবেন না রিয়াল অধিনায়ক।