আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে আজ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে নিতিশ রানা-উথাপ্পার অর্ধশতক এবং রাসেলের ১৭ বলে ৪৮ রানের ঝড়ে ইডেন গার্ডেনে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে নাইটরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ঝড় তোলেন লিন এবং নারাইন। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ রান করে লিনের বিদায়ের পর ৯ বলে ২৪ রান করে ফিরেন নারাইনও। এরপর ব্যাটিংয়ে নেমে শত রানের দারুন জুটি গড়েন নিতিশ রানা এবং উথাপ্পা।
দুজনেই তুলে নেন দুর্দান্ত অর্ধশতক। ৩৪ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলার পর রানা আউট হলে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেন আন্দ্রে রাসেল। ম্যাচের ১৯ তম ওভারে পাঞ্জাব পেসার শামির ৪ বলে ২২ রান নেন তিনি। তবে শেষ ওভারে সুযোগ থাকলেও অর্ধশতক তুলতে ব্যর্থ হন রাসেল। ১৭ বলে ৫ ছক্কা আর ৩ বাউন্ডারিতে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তবে ৬৭ রানে অপরাজিত থাকেন উথাপ্পা।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কলকাতা। যা ইডেন গার্ডেনের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর। তাই এই ম্যাচে জিততে হলে রেকর্ড করে জিততে হবে গেইলদের।