অবশেষে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে প্রতিরোধ গড়ল বাংলাদেশ। মিরাজের বলে ফিরে গেলেন নিকলস।
বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের জবাব ভালোই দিচ্ছে নিউজিল্যান্ড। তাদের দুই উদ্ধোধনী ব্যাটসম্যান গাপটিল ও হেনরি নিকলস জুটিতে আসল ১০৩ রান। ইনিংসের ২৩তম ওভারে তৃতীয় বলে মিরাজের বলে এই জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ।
এ সময় মিরাজের বলে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান তিনি। ৮০ বল থেকে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটিতে ৫টি বাউন্ডারির মার ছিল।
দ্বিতীয় উইকেটে এখন নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গাপটিল ও অধিনায়ক উইলিয়ামসন। গাপটিল ৬৪ বল থেকে ৬৩ রান নিয়ে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দেওয়া উইলিয়ামসন ১২ বল থেকে ৮ রান নিয়ে ব্যাট করছেন। শেষ খবর পাওয়া অবদি নিউজিল্যান্ডের সংগ্রহ ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩১ রান।