প্রিমিয়ার লিগের বড় দুই দল হারল একই দিনে। বুধবার রাতে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি। অপরদিকে, টটেনহামের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে কারো জালে বল ঢোকেনি। তবে দ্বিতীয়ার্ধে একরকম আত্মসর্ম্পণ করেছে শক্তিশালী চেলসি। একে একে তিন গোল হজম করে তারা। চেলসির জালে প্রথম গোলটি করেন উইলসন ৫১ মিনিটে দ্বিতীয়টি করেন স্টানিসলাস ৬৪ মিনিটে ও আকের ৬৭ মিনিটের গোলের ফলে ফলে ৩-০ ব্যবধানে জয় পায় বোর্নমাউথ।
এদিকে দিনের আরেক ম্যাচে ১১ সেকেন্ডেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম গোলটি করনে টটেনহামের এরিকসন। ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের জোন্স। ফলে ২-০ ব্যবধানে হারে অতিথিরা।
উল্লেখ্য, এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি।