বিপিএলের সিলেট আসরের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে ২০ রানে হেরেছিল ঢাকা। তবে আজ সিলেট সিক্সার্সের বিপক্ষে দলকে একা হাতেই জেতালেন সাকিব আল হাসান। সিলেটের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে সাকিব একাই ৪১ বল থেকে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন দলের জয় নিশ্চিত করেন।
চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে মাত্র ২৩ রানেই ঢাকার দুই ওপেনার ফিরে যান। এ সময় তৃতীয় উইকেটে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন সাকিব। তবে দলীয় ৩৭ রানে ১৩ রান করে ফিরে রান রনি।
এরপর চতুর্থ উইকেটে রাসুলিকে নিয়ে বড় রানের পার্টনারশীপ এনে দেন সাকিব। এই জুটিতে আসে ৭৫ রান। যার সিংহভাগ রান আসে সাকিবের ব্যাট থেকে। দলীয় ১১২ রানের মাথায় ১৫ বল থেকে ১৯ রান নিয়ে ফিরে যান রাসুলি।এ সময় নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।
পঞ্চম উইকেটে সিলেটকে আর কোনো সুযোহ দেননি রাসেল ও ক্রিজে থাকা সাকিব। ২৭ বল থেকে তাদের অপরাজিত ৪৭ রানের জুটিতে ৩ ওভারে হাতে রেখেই জয় পেয়ে যায় ঢাকা। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বল থেকে ৪০ রান করেন রাসেল। চলতি আসরে ষষ্ঠ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়।
সিলেটের হয়ে মোহম্মদ ইরফান ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন তাসকিন ও লামিচানে।