14.6 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

এবার কোহলির কুনজরে আরেক ভারতীয় ক্রিকেটার

অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে ভারতীয় দলের জায়গা হয়নি অভিজ্ঞ রোহিত শর্মার। এর পেছনে যে কলকাঠী নাড়ছেন অধিনায়ক কোহলি সেটা সবাই জানলেও বলতে মানা। তবে শুধু রোহিত একই নয় কোহলির খাতায় ব্যাড বয় তালিকায় আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রর অশ্বিন।

ধোনির প্রিয় পাত্র অশ্বিনের সঙ্গে কোহলির সম্পর্কটা প্রথম থেকেই ভালো নয়। ধোনি নেতৃত্ব ছাড়ার পর থেকে দল থেকে ব্রাতা হয়ে থাকেন অশ্বিন। টানা চারটি সিরিজে অশ্বিনকে দলে রাখেন কোহলি ও শান্ত্রী দল। যে কারণে ভারতীয় সমর্থকরা সেশ্যাল মিডিয়ায় কোহলির সমালোচনায় ও প্রতিবাদ জানাচ্ছে।

তবে শুধু সমর্থকরাই নয় কোহলি ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনিল গাভাস্কার ও লিটন মাস্টার শচীন টেন্ডুলকার। সুতরাং বিষয়টি মোটেই হালকা ভাবে নেওয়া যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সরাসরিই কোহলির দিকে আঙুল তুললেন ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন। এক টুইটে কম্পটন প্রশ্ন তুলেছেন, ‘অশ্বিনের সঙ্গে কি হচ্ছে? পরিষ্কারভাবেই তার এবং কোহলির মধ্যে ব্যক্তিগত দূরত্বটা দেখা যাচ্ছে?’

অশ্বিনকে কেনো ক্যারিবিয়ান সফরে রাখা হবে তা তার পরিসংখ্যানই বলে দেয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১১ টেস্ট খেলে বোলিংয়েও নিয়েছেন ৬০টি উইকেট। আর ব্যাটিংয়ে চারটি সেঞ্চুরিসহ করেছেন ৫৫২ রান।

গাভাস্কার বলেন, ‘এমন রেকর্ডের একজন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যার এত রেকর্ড; সে কিনা একাদশেই সুযোগ পাচ্ছে না! এটা রীতিমত অত্যাশ্চর্য, বিস্ময়কর।’

ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে অবশ্য টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইছেন। তিনি বলেন, ‘অশ্বিনের মতো একজন খেলোয়াড়কে মিস করা খুব কঠিন। তবে টিম ম্যানেজম্যান্ট সবসময়ই দলের কম্বিনেশনের কথা চিন্তা করে।’

জাদেজা এবং হনুমা বিহারির মতো খেলোয়াড়কেই টিম ম্যানেজম্যান্টের কাছে ক্যারিবীয় উইকেটে যুতসই মনে হয়েছে, এমন যুক্তি দেখান রাহানে, ‘তারা ভেবেছেন এই ধরনের উইকেটে জাদেজা ভালো পছন্দ। আমাদের একজন ষষ্ঠ ব্যাটসম্যান দরকার, যে কিনা বোলিংও করতে পারবে। বিহারি এই উইকেটে বল করতে পারে। অধিনায়ক এবং কোচের মধ্যে এই যোগাযোগটা আছে। অশ্বিন এবং রোহিতের মতো খেলোয়াড়কে বাদ দেয়া কঠিন, তবে সব কিছুই তো দলের জন্য।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles