7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

দেখে নিন আজকের এল ক্লাসিকোয় রিয়াল-বার্সার একাদশ

ফুটবল বিশ্বে এল ক্লাসিকো চরম উত্তেজনা, চরম প্রতিদ্বন্দ্বীতার এক নাম। স্পেনের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি হওয়াটা এল ক্লাসিকো নামে পরিচিত। এল ক্লাসিকো এলেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী জয়ের নেশায় মেতে উঠে। মেতে উঠে একে অপরকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্বের আসরে যাওয়ার লড়াইয়ে।

আর কিছুক্ষন পরেই (বাংলাদেশ সময় রাত ২.০০ টায়) স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লীগ খেলতে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রথম লীগে ক্যাম্প ন্যুতে উভয় দলের ম্যাচটি ১-১ গোল সমতায় শেষ হয়েছিল।

সান্তিয়াগো বার্নাব্যুতে দু’বার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। প্রথমটি আজ রাতে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে। পরেরটি লা লিগায়; মৌসুমের দ্বিতীয় লড়াইয়ে। কোপা দেল রে’র সেমিতে যারাই জিতবে চলে যাবে ফাইনালে।

ক্লাসিকোর সবচেয়ে বড় জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের। ১৯৪৩ সালে স্পেনের কাপে ১১-১ গোলে জিতেছিল তারা। তবে ঐতিহাসিকরা এটা এড়িয়ে যান। ম্যাচটির আগে নাকি স্পেনের তখনকার স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর লোকেরা বার্সেলোনার খেলোয়াড়দের হুমকি দিয়েছিল।

তবে বার্সার আক্রমণে থাকবেন মেসি, ডেম্বেলে ও সুয়ারেজ। আর রিয়াল মাদ্রিদের আক্রমণ সামলাবেন বেনজেমা, ভিনিসিয়াস, ভাসকেস-বেলরা।

রিয়াল মাদ্রিদ একাদশ
কর্তোয়া, কেইলর নাভাস, লুকা জিদান, মার্সেলো, ভারানে, রামোস, কারভাহাল, ন্যাচো, অদ্রিওজলা, রেগিলন, টনি ক্রুস, মডরিচ, কাসেমিরো, ফেডেরিক ভালভার্দে, মার্কো অ্যাসেনসিও, দানি ক্যাবালোস, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস ভাসকেস, গ্যারেথ বেল, করিম বেনজেমা।

বার্সেলোনা একাদশ
টের স্টেগান, জাসপার ক্লাসেন, ইনাকি পেনা, নেলসন সেমেদো, পিকে, লেংলেট, জর্ডি আলবা, সামুয়েল উমতিতি, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, কার্লোস অ্যালিনা, আর্তুরো ভিদাল, ফিলিপে কুতিনহো, আর্থার মেলো, সার্জিও রর্বাতো, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, উসমান ডেম্বেলে, ম্যালকম।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles