আজ বিপিএল আসরের সিলেট পর্বের শেষ দিনের খেলায় মাঠে নামছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। এই ম্যাচে সিলেট সিক্সার্স টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ দিয়েই বিপিএল আসর শেষ করতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
রংপুর ও সিলেট ম্যাচটিতে দল দুটি যথাক্রমে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। দুটি দলই এ পর্যন্ত ৬টি ম্যাচ থেকে ২টি ম্যাচে জয় পেয়েছে। রংপুর তাদের শেষ ম্যাচে এই সিলেটের কাছেই ২৭ রানের বড় ব্যবধানে হেরেছিল। তাই আজ তাদের প্রতিশোধের লড়াই। আজ রংপুর একাদশে খেলছেন ডি ভিলিয়ার্স।
এদিকে গতকাল শুক্রবার সিলেট তাদের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে হারে। সে ম্যাচে দলের হয়ে ওয়ার্নার ঝড়ো ফিফটি করেই ম্যাচ জিততে পারেনি। তাই রংপুরের বিপক্ষে আজ আবার তারা জয়ে ফিরতে চাইবে। আজেকের ম্যাচ খেলে দেশের বিমানে উঠবেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজী।
সিলেট সিক্সার্স: লিটন দাস, সাব্বির রহমান, আফীফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, জাকের আলী (ওয়াক), অলক কাপালি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান