চলতি মাসের ২৩ তারিখে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের।
২০১৯ আইপিএলকে সামনে রেখে এবার গতবারের চেয়ে শক্তিশালী দল গঠন করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। যদিও কেকেআরের দুর্ভাগ্যই বলতে হবে, আইপিএল শুরুর আগেই দলের দুই ক্রিকেটার কমলেশ নাগারকোটি ও শিভম মাভি ইনজুরিতে পড়েছেন।
তবে, কমলেশ ও শিভমের পরিবর্তে কলকাতা দলে ভিড়িয়েছে সন্দীপ ওয়ারিয়র ও কেসি কারিয়াপ্পাকে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী স্কোয়াডে কে কে আছেন!
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুভমন গিল, রিঙ্কু সিং, জো ডেনলি, আন্দ্রে রাসেল, নিখিল নায়েক, ক্রিস লিন, নীতিশ রানা, অ্যানরিচ নর্টজে, শ্রীকান্ত মুন্ধে, কার্লোস ব্রাথওয়েট, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, কেসি কারিয়াপ্পা, সন্দীপ ওয়ারিয়র, লোকি ফার্গুসন, হেনরি গার্নি, পৃথ্বীরাজ ইয়ারা।