ওয়ানডে ও টেস্ট সিরিজতে সামনে রেখে আজ নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। তবে আঙুলের চোটের কারনে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম।
গতকাল বিপিএলের ফাইনালে ব্যাটিং করার সময় বাঁহাতের অনামিকায় চোট পান সাকিব। ম্যাচের পর তার আঙুলে এক্সরে করানো হয়েছে এবং এক্সরে রিপোর্ট অনুযায়ী আঙুলে চিড় ধরা পড়েছে।
সাকিবের ইনজুরি সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ম্যাচের পরেই সাকিবের এক্সরে করানো হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি তার আঙুলে চিড় আছে। এই চোট সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লেগে যাবে।
বিপিএলে কুমিল্লার বিপক্ষে মাত্র ৫ বল ব্যাট করেছিলেন সাকিব আল হাসান। সেই সেই পাঁচ বল ব্যাট করার খেসারত দিতেই ছিটকে গেলেন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। শেষ দুই ওয়ানডে হবে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। পরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি।