টসে জেতাটাই যেন ভুল হয়েছিল ফাফ ডু প্লেসির জন্য। ম্যাচ শেষে সেটা ভালমতোই টের পেয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। কারণ ওয়ানডেতে রান তারা করায় বিরাট কোহলির ক্ষমতা তিনি বুঝতে পেরেছেন ভালোভাবেই।
ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ডু প্লেসির ১২০(১১২ বলে ১১ চার ও ২ ছয়) রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রানের চ্যালেন্জিং স্কোর দাঁড় করায় সাউথ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে কোহলির ১১২(১১৯ বল ও ১০ চারে) রান এবং অজিঙ্কা রাহানের ফিফটিতে (৭৯) ২৭ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় পায় ভারত। এই জয়ের ফলে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।
রান তাড়া করতে নেমে কোহলি সর্বোচ্চ যে ২০ টি সেঞ্চুরি করেছে তার ১৮ টিতেই জয় পেয়েছে ভারত। এই সেঞ্চুরির ফলে নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি। এর আগে আটটি দেশের মাটিতে সেঞ্চুরি থাকলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি করে ওয়ানডেতে আইসিসির নয়টি পূর্ণ সদস্য দেশের মাটিতে সেঞ্চুরি করে টেনডুলকার ও জয়াসুরিয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি।