সিডনি ম্যাচে তাঁর মন্থর খেলা নিয়ে চার দিকে সমালোচনার ঝড় উঠেছিল। তবে এক ম্যাচ পরেই সকল সামলোচনার জবাব দিলেন ধোনি। তার দায়িত্বশীল ইনিংসে ভর করেই ওভালে সিরিজে ১-১ সমতায় ফিরল ভারত।
মঙ্গলবার ক্যারিয়ারের ৩৯ তম ওয়ানডে সেঞ্চুরির পর বিরাট কোহলি আউট হলেও ম্যাচে ভারতের জয়ের পথ বেশ দূরুহ ছিল। তখনও ৩৮ বল থেকে ভারতের প্রয়োজন ছিল ৫৭ রান। সেই সময় ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মহেন্দ্র সিং ধোনি৷
ধোনির এই ম্যাচ জয়ী ইনিংসে কোহলিকে টপকে গেছেন তিনি৷ সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে(নুন্যতম ২৫ ইনিংস) বিরাটের ব্যাটিং গড় ৯৯.০৪৷ পরিসংখ্যান বলছে সেখানেই সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে ধোনির ব্যাটিং গড় ৯৯.৮৫৷
শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল ভারত।