দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচটিতে নিজেদের সম্মান বাঁচাতে কোহলি-ধোনিদের ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়াকে ১৯১ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত।
টসে হেরে ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। তাদের জুটিতে ৭.১ ওভারে ৬১ রান হয়। রাহুল ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফিরে যান । তার কিছুক্ষন পরেই শিখর ধাওয়ান ৭০ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রান করে আউট হন।
তারপর কিছু সময়ের জন্য ভারতের ইনিংসটি স্থবির হয়ে পরে। মাত্র ৭৪ রানের মাথায় ফিরে যেতে হয় রিশাব পন্ত’কে। পর পর তিনটি উইকেট হারানোর পর দলের বিরাট কোহলি চিন্তিত না হয়ে তার পার্টনার মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৮.২ ওভারে ১০০ রানের জুটি গড়েন।
৭৪ রান থেকে তারা দুজন ১৯.১ ওভারে ১৭৪ করে ফেলেন। এই রানে আউট হন ধোনি। ২৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় করে যান ৪৩ রান। কোহলিকে অবশ্য আউট করতে পারেনি অস্ট্রেলিয়া। তিনি ৩৮ বল মোকাবেলা করে ২ চার ও ৬ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। তাতে ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান।
বল হাতে অস্ট্রেলিয়ার চারজন বোলার ভারতের চারটি উইকেট নিয়েছেন। তারা হলেন বেহরেনডর্ফ, কাল্টার নীল, প্যাট কামিন্স ও ডার্চি শর্ট।