সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলের ১৯ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
এ সময় বিমানবন্দরে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এসময় ক্রিকেটারদের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন ‘আমরা ওদের সকলকে বলেছি, যাও বাসায় যাও। এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠাণ্ডা মাথায়, নিজেদের মত করে যেটা ভালো লাগে, সেভাবে কয়েকটা দিন কাটাও। সবকিছু ঠাণ্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহুর্তে কোনো চিন্তা-ভাবনা করতে না করে দিয়েছি। বলেছি ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমাদের সাথে যদি কারো কোনো সহযোগিতা লাগে, তো আমরা তো আছিই।’