চিটাগং ভাইকিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। তরুণ পেসার। তাঁর মধ্যে ভবিষ্যতের তারকা পেসার হয়ে ওঠার সমূহ সম্ভাবনার তালিকায়ও রয়েছেন তিনি। আর সেই ভবিষ্যতের তারকার বয়স নিয়েই দেখা গেল বড় বিভ্রাট!
সিলেটের পেসার খালিদ আহমেদ। তাঁর বয়স নাকি ১১৯ বছর! বিপিএল-এর ষষ্ঠ সংস্করণের ম্যাচ চলাকালীন এমনই দেখানো হল। যা নিয়ে চারপাশে এখন প্রবল হাসাহাসি চলছে। একটা আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি নির্ভর টুর্নামেন্টে এত বড় ভুল কী করে হয়! প্রশ্ন তুলছেন অনেকেই।
বিপিএল-এর উদ্বোধনের দিনে রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংস এর ম্যাচের দৃশ্য ছিল এটি। সেই ম্যাচ চলাকালীনই ২৬ বছর বয়সী পেসার খালেদ ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন। আর তখনই ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে খালেদের বয়স দেখানো হয় ১১৯ বছর।
খালেদ যখন বোলিং করতে আসেন রংপুর ততক্ষনে ২০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে প্রথা মেনে খালেদকে দর্শকদের সঙ্গে পরিচয় করানো হয়। সেই সময় খালেদের কেরিয়ারের কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়। আর তাতেই বিপত্তি। দেখানো হয় খালেদের বয়স ১১৯ বছর।
এদিন খালেদ পেয়েছেন একটি উইকেট। তাঁর পারফরম্যান্স নিয়ে তেমন কথা না হলেও বয়স নিয়ে চারপাশে বিস্তর আলোচনা চলেছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধাণ জালাল ইউনুস জানিয়েছিলেন এবারের বিপিএল আসরের সম্প্রচারের দায়িত্ব নেবে বিসিবি। সম্প্রচারের আধূনিক ক্যামেরা ছাড়াও ব্যবহার করা হবে এলিডি স্ট্যাম্প, ডি আর এস সহ নতুন টেকনোলজি ব্যবহারের কথা জানিয়েছিলেন।
আসর শুরুর আগে সমর্থকদের মধ্যে এ নিয়ে একটা চাপা উত্তের্জনাও ছিল। তবে তাদের দেওয়া প্রতিশ্রুতির হাতে গোনা কয়েকটি রাখতে পারল তারা। তার মধ্যে ছিল ড্রোন ক্যামেরা ও স্পাইডার ক্যামেরাও। তবে বরাবরের মতো গাজী টিভির নিন্ম মানের সম্প্রচার আসরের প্রথম থেকেই একাধিক বিতর্কের জন্ম দিলো।